Dhaka University Admission Test Questions 2006-07
[প্রতিটি প্রশ্নে নীল রঙ এর লেখা গুলোই সঠিক উত্তর হিসেবে দেয়া আছে]
বাংলা
১. কোন বানানটি সঠিক?
(ক) নিরিক্ষণ (খ) নিরীক্ষণ (গ) নিরীক্ষন
(ঘ) নিরীক্ষণ (ঙ) নীরীক্ষণ
(ক) নিরিক্ষণ (খ) নিরীক্ষণ (গ) নিরীক্ষন
(ঘ) নিরীক্ষণ (ঙ) নীরীক্ষণ
২. প্রথম চৌধুরীর ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি সর্বপ্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় তার নাম-
(ক) গল্প সংগ্রহ (খ) প্রবন্ধ সংগ্রহ (গ) সবুজপত্র
(ঘ) যুগবাণী (ঙ) ছায়ানট
(ক) গল্প সংগ্রহ (খ) প্রবন্ধ সংগ্রহ (গ) সবুজপত্র
(ঘ) যুগবাণী (ঙ) ছায়ানট
৩. “কিন্তু আমরা সাহিত্যগগনে ‘নজম-উল-ওলামা দেখিতে চাই।” এ চরণটি যে প্রবন্ধ থেকে চয়ন করা হয়েছে তার নাম?
(ক) সাহিত্যে খেলা (খ) ভাষার কথা (গ) একুশের গল্প
(ঘ) অর্ধাঙ্গী (ঙ) শিক্ষা
(ক) সাহিত্যে খেলা (খ) ভাষার কথা (গ) একুশের গল্প
(ঘ) অর্ধাঙ্গী (ঙ) শিক্ষা
৪. ‘কোলে ও পিঠে = কোলে পিঠে- এটি কোন্ প্রকার সমাস?
(ক) সমার্থক দ্বন্দ্ব (খ) বহুপদী দ্বন্দ্ব (গ) অলুক দ্বন্দ্ব
(ঘ) তৎপুরুষ (ঙ) বহুব্রীহি
(ক) সমার্থক দ্বন্দ্ব (খ) বহুপদী দ্বন্দ্ব (গ) অলুক দ্বন্দ্ব
(ঘ) তৎপুরুষ (ঙ) বহুব্রীহি
৫. ২০০৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান-
(ক) নাগীর মাহফুজ (খ) ওরহান পামুক
(গ) ড. মুহাম্মদ ইউনূস (ঘ) আল-গালীব
(ঙ) আবদুস সালাম
(ক) নাগীর মাহফুজ (খ) ওরহান পামুক
(গ) ড. মুহাম্মদ ইউনূস (ঘ) আল-গালীব
(ঙ) আবদুস সালাম
৬. বাংলাভাষায় ‘গুরুচন্ডালী’ দোষ মানে হলো:
(ক) উপমার ভুল প্রয়োগ
(খ) অপ্রচলিত ও দুর্বোধ্য শব্দ ব্যবহার
(গ) প্রয়োজনের অতিরিক্ত শব্দের ব্যবহার
(ঘ) বাগ্ধারার রদবদল
(ঙ) তৎসম শব্দের সঙ্গে দেশি শব্দের প্রয়োগ
(ক) উপমার ভুল প্রয়োগ
(খ) অপ্রচলিত ও দুর্বোধ্য শব্দ ব্যবহার
(গ) প্রয়োজনের অতিরিক্ত শব্দের ব্যবহার
(ঘ) বাগ্ধারার রদবদল
(ঙ) তৎসম শব্দের সঙ্গে দেশি শব্দের প্রয়োগ
৭. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য ‘বনফুল’ যখন প্রকাশিত হয়, তখন তাঁর বয়স-
(ক) ১২ বছর (খ) ১৫ বছর (গ) ১৬ বছর
(ঘ) ১৮ বছর (ঙ) ২০ বছর
(ক) ১২ বছর (খ) ১৫ বছর (গ) ১৬ বছর
(ঘ) ১৮ বছর (ঙ) ২০ বছর
৮. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
(ক) অব্যয় (খ) ক্রিয়া (গ) বিশেষ্য
(ঘ) বিশেষণ (ঙ) সর্বনাম
(ক) অব্যয় (খ) ক্রিয়া (গ) বিশেষ্য
(ঘ) বিশেষণ (ঙ) সর্বনাম
৯. কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন নাটকটি কবি নজরুলকে উৎসর্গ করেছিলেন?
(ক) ডাকঘর (খ) তাসের দেশ (গ) শেষের কবিতা
(ঘ) চন্ডালিকা (ঙ) বসন্ত
(ক) ডাকঘর (খ) তাসের দেশ (গ) শেষের কবিতা
(ঘ) চন্ডালিকা (ঙ) বসন্ত
১০. বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছে কত সাল থেকে?
(ক) ১৮০১ সাল (খ) ১৯০১ সাল (গ) ২০০১ সাল
(ঘ) ১৮৫৭ সাল (ঙ) ১৯৫১ সাল
(ক) ১৮০১ সাল (খ) ১৯০১ সাল (গ) ২০০১ সাল
(ঘ) ১৮৫৭ সাল (ঙ) ১৯৫১ সাল
১১. ২০০৬ সনের আগস্ট মাসের যে তারিখে কবি শামসুর রহমানের মৃত্যু বরণ করেন তাহল-
(ক) ১৪ (খ) ১৫ (গ) ১৬ (ঘ) ১৭ (ঙ) ১৮
(ক) ১৪ (খ) ১৫ (গ) ১৬ (ঘ) ১৭ (ঙ) ১৮
১২. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন ছন্দে রচিত?
(ক) মাত্রাবৃত্ত (খ) অক্ষরবৃত্ত (গ) স্বরবৃত্ত
(ঘ) দলবৃত্ত (ঙ) মিশ্র কলাবৃত্ত
(ক) মাত্রাবৃত্ত (খ) অক্ষরবৃত্ত (গ) স্বরবৃত্ত
(ঘ) দলবৃত্ত (ঙ) মিশ্র কলাবৃত্ত
১৩. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘সোনার তরী’ কবিতাটি যে স্থানে রচনা করেন তার নাম:
(ক) শান্তিনিকেতন (খ) শিলাইদহ (গ) জোড়াসাঁকো
(ঘ) খুলনা (ঙ) শাহবাজপুর
(ক) শান্তিনিকেতন (খ) শিলাইদহ (গ) জোড়াসাঁকো
(ঘ) খুলনা (ঙ) শাহবাজপুর
১৪. ‘মর্সিয়া’ শব্দের বিপরীত অর্থ-
(ক) শোকগাঁথা (খ) লোকগাঁথা (গ) আনন্দগাঁথা
(ঘ) জীবনগাঁথা (ঙ) আহাজারীগাঁথা
(ক) শোকগাঁথা (খ) লোকগাঁথা (গ) আনন্দগাঁথা
(ঘ) জীবনগাঁথা (ঙ) আহাজারীগাঁথা
১৫. ‘পাঞ্জেরি’ কবিতায় “অসীম কুয়াশা” বলতে বোঝানো হয়েছে;
(ক) ঘন কুয়াশা (খ) নৌপথে বাধা
(গ) যাত্রাপথে বাধা (ঘ) অন্ধকার পরিবেশ
(ঙ) জাতীয় জীবনে অচলাবস্থার প্রতীক
(ক) ঘন কুয়াশা (খ) নৌপথে বাধা
(গ) যাত্রাপথে বাধা (ঘ) অন্ধকার পরিবেশ
(ঙ) জাতীয় জীবনে অচলাবস্থার প্রতীক
১৬. ‘মনীষা’ শব্দের বিপরীত অর্থ:
(ক) নির্বোধ (খ) প্রভা (গ) মনস্বিতা
(ঘ) স্থিরতা (ঙ) অনুতাপ
(ক) নির্বোধ (খ) প্রভা (গ) মনস্বিতা
(ঘ) স্থিরতা (ঙ) অনুতাপ
১৭. ‘সুনা’ শব্দের অর্থ:
(ক) ঢেউ (খ) পানি (গ) জলোচ্ছাস
(ঘ) দয়া (ঙ) কসাইখানা
(ক) ঢেউ (খ) পানি (গ) জলোচ্ছাস
(ঘ) দয়া (ঙ) কসাইখানা
১৮. কবি শামসুর রহমানের ‘বন্দী শিবির থেকে’ প্রকাশিত হয় কোন সনে?
(ক) ১৯৭১ (খ) ১৯৭২ (গ) ১৯৭৩ (ঘ) ১৯৭৪ (ঙ) ১৯৮২
(ক) ১৯৭১ (খ) ১৯৭২ (গ) ১৯৭৩ (ঘ) ১৯৭৪ (ঙ) ১৯৮২
১৯. ২০০৬ সনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কততম মৃত্যুবার্ষিকী পালিত হয়?
(ক) ৬১ (খ) ৬২ (গ) ৬৪ (ঘ) ৬৫ (ঙ) ৬৭
(ক) ৬১ (খ) ৬২ (গ) ৬৪ (ঘ) ৬৫ (ঙ) ৬৭
২০. ‘বায়স’ শব্দের অর্থ-
(ক) বয়স (খ) ঘোড়া (গ) পথ (ঘ) মেঘ (ঙ) কাক
(ক) বয়স (খ) ঘোড়া (গ) পথ (ঘ) মেঘ (ঙ) কাক
২১. কোনটি সঠিক বানান?
(ক) নিশিথিনী (খ) নীশিথিনী (গ) নিশীথিনী
(ঘ) নিশিথিনি (ঙ) নিশীথীনী
(ক) নিশিথিনী (খ) নীশিথিনী (গ) নিশীথিনী
(ঘ) নিশিথিনি (ঙ) নিশীথীনী
২২. ‘অশরণ’ শব্দটির অর্থ-
(ক) ভোজন (খ) আশ্রয়হীন (গ) চঞ্চল
(ঘ) শংকা (ঙ) বসন
(ক) ভোজন (খ) আশ্রয়হীন (গ) চঞ্চল
(ঘ) শংকা (ঙ) বসন
২৩. ‘ফরিক’ শব্দের অর্থ?
(ক) পুত্র (খ) মৃগয়া (গ) সারথি
(ঘ) সৈন্য (ঙ) ভূষণ
(ক) পুত্র (খ) মৃগয়া (গ) সারথি
(ঘ) সৈন্য (ঙ) ভূষণ
২৪. ‘ব্রাহ্মণের আর্শীবাদ শিরোধার্য করিলাম’ এ উক্তিটি যে প্রবন্ধ হতে নেয়া হয়েছে তার নাম-
(ক) শকুন্তলা (খ) বিলাসী (গ) হৈমন্তী
(ঘ) সৌদামিনীমালো (ঙ) একটি তুলসী গাছের কাহিনী
(ক) শকুন্তলা (খ) বিলাসী (গ) হৈমন্তী
(ঘ) সৌদামিনীমালো (ঙ) একটি তুলসী গাছের কাহিনী
২৫. ‘প্রাণভয়’ এর ব্যাস বাক্য হবে:
(ক) প্রাণের ভয় (খ) প্রাণ যাওয়ার ভয় (গ) প্রাণ হতে ভয়
(ঘ) প্রাণ ও ভয় (ঙ) ভয়ের প্রাণ
(ক) প্রাণের ভয় (খ) প্রাণ যাওয়ার ভয় (গ) প্রাণ হতে ভয়
(ঘ) প্রাণ ও ভয় (ঙ) ভয়ের প্রাণ
English
Read the following passage and answer the question 1 through 5:
It is impossible to keep the entire food supply completely free of potentially dangerous bacteria. For this reason you need to take precautions at home to food poisoning. Food poisoning refers to gastrointestinal disorder caused by eating contaminated food. Most often, food poisoning occurs because the food
has been incorrectly handled, improperly cooked or inadequately stored.
It is especially serious and potentially life threatening for young children, pregnant women and their features, older adults, and people with weakened immune system. Theses individuals are at great risk of severe health problem form food poisoning
and should take extra precautions by avoiding the foods like raw or
rare meat and poultry, raw or uncooked fish or shellfish, raw or
uncooked eggs or foods, unpasteurized milk and products, refrigerated pates and luncheon meats. Professionals and health scientists always advise to take appropriate measures to prevent food poisoning. Keeping your hands utensils and food preparation surfaces clean can prevent cross-contamination. Keeping your hand, utensils and food preparation surfaces clean can prevent cross-contamination. Keeping raw foods separated from ready to-eat foods also prevents cross-confirmation. Cooking food at a safe temperature prevents contamination. Using a food thermometer is the only way to know that your cooked food
has reached a high enough temperature to destroy bacteria. However,
harmful bacteria can reproduce rapidly if foods are not properly cooled.
Refrigerate perishable foods within two hours of purchasing or
preparing them. It can also grow rapidly when prepared food is kept without proper heating or cooling-especially during buffets or outdoor parties. But careful and protect yourself from food poisoning.
1. Who are at great risk from food poisoning?
A. Young students staying at hostels
B. Officers staying at office for more than 12 hours
C. Older people with weaker immune system
D. Health Scientists E. Healthy women at home
2. According to the passage, which one is the cause of food poisoning?
A. Keeping cold food always cold
B. Keeping hot food always hot
C. Cooking food at safe temperature
D. Not sering food properly
E. Inappropriately storing cooked food
3. What would you tell your mother to do EXCEPT?
A. Clean your hands before cooking
B. Do not go to any outside party for dinner
C. Do not keep raw foods and ready-to-eat foods in the same basket
D. Cook food at safe temperature
E. Keep your utensils and food preparation place always clean.
4. What is the critical massage of the passage?
A. Protect your health
B. Enrich your knowledge about bacteria
C. Do not eat at any party
D. Learn how to destroy bacteria
E. Keep hot food hot, cold food cold and keep everything clean.
5. What can be the appropriate title of the Passage?
A. be careful about bacteria
B. Prevent food poisoning at home
C. Eat poison-free food
D. Avoid eating junk food
E. Learn to eat less to avoid food poisoning
For questions 6 thought 9 read the phrase’s or word (s) and find the answers that are closest in meanings.
6. ‘Home maker’
A. A person who builds home
B. A person who designs home
C. A male who is a servant in a home
D. A lady who is a servant in a home
E. A housewife
7. ‘Pivotal question’
A. The relevant question
B. The question which was asked before
C. A question for future
D. The most important question
E. An unimportant question
8. ‘It’s lighter on your purse’
A. It is not heavy B. It will cost you too much
C. It is cheap
D. There is a cigarette lighter in your purse
E. Your purse is empty
9. ‘Food obsessed person’
A. A person who is much interested in food
B. A person who dislikes food
C. A person who is overweight due to overeating
D. A fat person who likes food
E. A fat person who dislikes food
Find the best alternatives to fill in the blanks (Questions 10 through 12)
10.
Cosmetic and reconstructive surgery has produced dramatic benefits for
many people, enabling––––– accident victims to recover a normal a
appearance.
A. discomfortable B. disfigured
C. degenerated D. disjointed
E. discontinuous
11. She waved him aside with an airy––––.
A. technology B. environment
C. market D. product
E. gesture
12. Do you have ––––– to do this afternoon? If not. I’d like to take you to a movie.
A. many work B. much work
C. many works D. much works
E. lot of works
Find the appropriate meanings of the following phrases (For questions 13 through 16.)
13. Smell a rat
A. had smell
B. presence of a thief
C. make difficult
D. develop an imaginary character
E. suspect something
14. Turn a deaf ear
A. be attentive B. disregard
C. speak loudly D. be caring
E. be vocal
15. In the good book of
A. attractive offer
B. correct account
C. sound financial condition
D. in favour with
E. prospective
16. End is smoke
A. come to nothing B. each fire
C. destruct D. imagine
E. stop smoking
Fill in the blanks with the most appropriate word(s) (Questions 17 through 21)
17.
As more and more local industries have emerged to manufacture a variety
of products to meet the local demand, the smugglers on this side of the
border have found legal–––– in the home market.
A. authorities B. control
C. regulations D. vacuums
E. competitors
18. As a nation, we have proved in most–––– times, that we have the capacity to solve our problems.
A. regular B. cases
C. urgent D. critical
E. alarming
19. If this was done, then the
country would not only overcome the power shortage but also have a
surplus to export to a neighboring country at a –––– price.
A. subsidized B. premium C. reduced
D. low E. exorbitant
20. It is understood that the jewellery shops are the special ––––– of the thieves.
A. attractions B. places C. points
D. targets E. interests
21. With an estimated –– of less then 1.0% cases. Bangladesh is still classified as a low-level HIV country.
A. prevalence B. existence C. presence
D. calculation E. population
22. What is the synonym of ‘impediment’?
A. solution B. carrier C. answer
D. criticize E. opportunity
23. What is the antonym of ‘segregation’?
A. integration B. separation C. depression
D. sadness E. tensed
Find the correct sentences (Questions 24 and 25).
24. A. I congratulate him on his bright result.
B. I congratulate him to his bright result.
C. I congratulate him of his bright result.
D. I congratulate him in his bright result.
E. I congratulate him for his bright result.
25. A. He nudge his companion.
B. He nudged his companion.
C. He is to nudge his companion.
D. He nudge by his companion.
E. Both B and C above.
ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রয়োগ
১. বাংলাদেশ ব্যাংক সম্প্রতি কোন ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করেছে?A. যমুনা ব্যাংক B. প্রিমিয়ার ব্যাংক
C. ওরিয়েন্টাল ব্যাংক D. সিটি ব্যাংক
E. ঢাকা ব্যাংক
২. কোন দেউলিয়া আইন অনুযায়ী কোন ব্যক্তিকে দেউলিয়া ঘোষণা করা যায়?
A. ১৯৯৬ B. ১৯৯৭ C. ১৯৯৮
D. ১৯৯৯ E. ২০০০
৩. বাংলাদেশে ইসলামি শরীয়াহ অনুযায়ী পরিচালিত বাণিজ্যিক ব্যাংকগুলোকে আমানতের শতকরা কতভাগ তারল্য সংরক্ষণ করতে হয়?
A. ৮ B. ৯ C. ১০
D. ১১ E. ১৩
৪. কোন্টি দীর্ঘ মেয়াদী অর্থ সংস্থানের উৎস নয়?
A. সাধারণ শেয়ার B. ডিবেঞ্চার C. অগ্রাধিকার শেয়ার
D. বন্ড E. ট্রেজারি বিল
৫. ‘ডাম্পিং’ অর্থ হলো:
A. দেশীয় মূল্যের চেয়ে বেশী মূল্যে অতিরিক্ত পণ্য বিদেশে বিক্রয় করা।
B. যে কোন আগ্রহী ফার্মকে বিদেশে লাইসেন্স দেয়া
C. যে সমস্ত পণ্য দেশীয় গুণগত মান পূরণ করতে পারে না, সেগুলি বিদেশে বিক্রয় করা।
D. প্রতিকূল লেনদেনের ভারসাম্য হ্রাস করার জন্য রপ্তানি উৎসাহিত করা।
E. দেশীয় মূল্যের চেয়ে কম মূল্যে অতিরিক্ত পণ্য বিদেশে বিক্রয় করা।
৬. ‘ইস্টার্ন ইনসুরেন্স কোম্পানী’ একটি ঃ
A. প্রাইভেট লিঃ কোম্পানি B. পাবলিক লিঃ কোম্পানি
C. সরকারি কোম্পানি D. আধা-সরকারি কোম্পানি
E. স্বায়ত্বশাসিত কোম্পানি
৭. ড. মোঃ ইউনূস ২০০৬ সনের কোন তারিখে অসলোতে নোবেল পুরস্কার গ্রহণ করেন?
A. অক্টোবর ১৩ B. নভেম্বর ১৫ C. নভেম্বর ১৩
D. ডিসেম্বর ১০ E. ডিসেম্বর ১৩
৮. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. রোম B. জেনেভা C. প্যারিস
D. লন্ডন E. ব্রাসেলস
৯. ব্যবসায় সংগঠন ও পরিচালনার প্রয়োজনীয় ঝুঁকি গ্রহণ করেন কে?
A. ব্যাংকার B. ঋণগ্রহীতা C. উদ্যোক্তা
D. দালাল E. ব্যবস্থাপক
১০. আন্তর্জাতিক সমবায় দিবস হিসেবে পালিত হয়;
A. ১ জুন B. ১ জুলাই C. ১ আগস্ট
D. ১ সেপ্টেম্বর E. ১ অক্টোবর
১১. বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয়;
A. ৯ জুলাই B. ১০ জুলাই C. ১১ জুলাই
D. ১২ জুলাই E. ১৩ জুলাই
১২. মংলা বন্দর প্রতিষ্ঠিত হয় কোন সনে?
A. ১৯৫০ B. ১৯৫২ C. ১৯৫৪
D. ১৯৫৬ E. ১৯৪৮
১৩. জুলাই ২০০৬ এ প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে জি.ডি.পি প্রবৃদ্ধির হার;
A. ৫.৭ B. ৫.৮ C. ৬.৩ D. ৬.৫ E. ৬.৭
১৪. সম্প্রতি কোন ব্যাংকের সরকারী মালিকানা স্বত্ব বিদেশীদের কাছে বিক্রির চুক্তি হয়েছে?
A. সোনালী ব্যাংক B. অগ্রণী ব্যাংক C. জনতা ব্যাংক
D. রূপালী ব্যাংক E. শিল্প ব্যাংক
১৫. ইষ্ট-ওয়েষ্ট প্রপার্টি ডেভেলপমেন্ট-এর মালিক নাম ধরন;
A. প্রাইভেট লি. কোম্পানী B. পাবলিক লি. কোম্পানী
C. এক মালিকানা কারবার D. অংশীদারী কারবার
E. স্বায়ত্বশাসিত কাম্পানী
১৬. তুরস্ক কোন দেশের জন্য তার নৌ ও বিমানবন্দর বন্ধ রেখেছে?
A. ইরান B. লিবিয়া C. লেবানন
D. গ্রীক সাইপ্রাস E. জর্ডান
১৭. ভারতের মেঘলয়ের সাথে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দর কোনটি?
A. আগরতলা B. ভুরঙ্গামারী C. সোনা মসজিদ
D. বেনাপোল E. তামাবিল
১৮. কোনটি ব্যবস্থাপনার নীতি নয়?
A. শৃঙ্গলা B. পারিশ্রমিক
C. ভবিষ্যত অনুমান করা D. উদ্যোগ
D. সাম্যতা
১৯. কোন কাজ সঠিকভাবে সম্পন্ন করার সামর্থ্যকে ব্যবস্থাপনার ভাষায় বলে
A. দক্ষতা B. কার্যকারিতা C. উৎপাদনশীলতা
D. সঠিকতা E. ভারসাম্য আনয়ন
২০. কোনটি আন্তর্জাতিক বানিজ্যে ব্যবহৃত হয় না?
A. বিল অব লেডিং B. লেটার অব ক্রেডিট C. উৎস সনদ
D. বিনিময় বিল E. নিবন্ধন সনদ
২১. নিয়ন্ত্রণের কোন পদক্ষেপটি পরিকল্পনার সাথে সরাসরি সম্পর্কযুক্ত?
A. বিচ্যুতিসমূহ নিরুপণ C. আদর্শমান নির্ধারণ
D. প্রকৃত কার্যফলাফল পরিমাপণ D. বিচ্যুতির কারণ উদঘাটন
E. সংশোধনমূলক ব্যবস্থাগ্রহণ
২২. একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়;
A. মূলধন B. প্রযুক্তি C. ব্যবস্থাপনা+
D. দক্ষ শ্রমিক E. বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ
২৩. কোনটি বীমা চুক্তির উপাদান নয়?
A. প্রস্তাব ও স্বীকৃতি B. অনির্দিষ্টতা C. স্বেচ্ছাসায়
D. আইনগত সম্পর্ক E. একাধিক পক্ষ
২৪. জুলাই ২০০৬ প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার;
A. ৬.৭ B. ৬.৯ C. ৭.২
D. ৭.৬ E. ৭.৯
২৫. বর্তমানে বাংলাদেশে কয়টি বেদেশি জীবন বীমা কোম্পানি আছে?
A. ৩ B. ২ C. ৫
D. ১ E. ৪